যুগযুগ ধরে অমুসলিম চেষ্টা করে আসছে মুসলিমদের ইতিহাস কোননা কোন ভাবে বিকৃত করার। তারমধ্যে অন্যতম হচ্ছে মুসলিম মনীষীদের ধর্মীয় পরিচয় ও তাদের নাম বিকৃত করা। বর্তমানে অনেক দেশি বিদেশি ইসলাম বিদ্বেষীগন বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মিথ্যাচারের মাধ্যমে মুসলিমদের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে। এই লিখায় সেগুলোরই কয়েকটা নিয়ে আলোচনা করেছি।
Table of Contents
{tocify} $title={Table of Contents}
ইবনে সিনা কি নাস্তিক কাফের ছিলেন?
ইবনে সিনার কিছু বিষয় মুসলিমদের মূল ইমানের সাথে সাঙ্গর্সিক ছিল, কিন্তু তিনি নিজের বিশ্বাস গুলোর জবাবে ব্যাখ্যা করে বলেছিলেন যে তার বিশ্বাস গুলো ইসলামের বিরুদ্ধে যায় না। এই বিষয়ে এটা পড়ে দেখতে পারেন তাহলে ভালো ধারনা পাবেন। [0]
কিন্তু তারপরও অধিকাংশ আলেমে তা মেনে নেননি, অবশ্যই তা মেনে না নেওয়ার মত যথেষ্ট কারনও ছিল। এছাড়া ইবনে সিনা জন্মগত ভাবে ইসমাইলি শিয়া পরিবারে জন্মগ্রহন করেছিল এবং সম্ভবত তিনি শিয়া মতাদর্শেরই অনুসারী ছিলেন। এতে কোনো সন্দেহ নেই যে উনি বহু কুফুরি বিশ্বাস লালন করতেন। কিন্তু মৃত্যুর পুর্বে তিনি তওবাহ করে, কালেমা পড়ে একজন খাটি মুসলিম হয়ে গিয়েছিলেন। মৃত্যুর পুর্বে উনার তওবাহ করার ব্যাপারটি উল্লেখ্য করেছেন - [ইবন সিনার তাওবাহ]
আল-কিন্দীর ধর্মবিশ্বাস কি!
"ইয়াকুব বিন ইসহাক আল-কিন্দী ", উনার ব্যাপারে কিছু সমালোচনা আছে, উলামাগন উনার কিছু সমালোচনা করেছেন। কিন্ত কেওই তাকে "কাফের" বা "অমুসলিম " বলেন নি। এটা সত্য যে আল-কিন্দীর মধ্যে কিছু অগ্রহনযোগ্য ও নেতিবাচক বৈশিষ্ট ও বিষয় ছিল যার জন্য উনার নিন্দা করা যায় , কিন্ত তিনি অমুসলিম ছিলেন না। তিনি মুসলিমদেরই অন্তর্ভুক্ত।
জাবির বিন হাইয়ান কি শিয়া বা কাফের বা মুশরিক ছিলেন?
মুসলিম বিজ্ঞানি "আবু মুসা জাবির বিন হাইয়ান বিন আব্দুল্লাহ আল-আযদী আল-কুফী" সম্পর্কে অনেকে দাবি করে থাকে যে, তিনি একজন "শিয়া" ছিলেন। বাস্তবতা কিন্তু একদম ভিন্ন।
তিনি শিয়া ছিলেন না প্রমান - [মুসলিম বিজ্ঞানি জাবির বিন হাইয়ান কি শিয়া ছিলেন?]
তার সম্পর্কে অন্যন্যা অভিযোগের জবাব - [জাবির বিন হাইয়ান এর ব্যাপারে আনা সকল অভিযোগের জবাব]
মুসা আল-খাওয়ারিজমি কি মুশরিক ছিলেন?
আল তাবারী কর্তৃক আল-খাওয়ারিজমীর উপর আরোপিত একটি অভিযোগ হল হল, তিনি ছিলেন আল-মাজুসী অর্থাৎ অগ্নিপুজারি। এটাই নির্দেশ করে যে তিনি হয়তোবা প্রাচীন জরথ্রুস্ট মতবাদের অনুসারী ছিলেন। এটা ইরানীয় বংশোদ্ভূতদের ক্ষেত্রে তৎকালীন সময় পর্যন্ত অসম্ভব ছিলনা, কিন্তু “এলজেবরা” গ্রন্থের মুখবন্ধ হতে দেখা যায় যে, আল-খারিজমী ছিলেন একজন ধর্মনিষ্ঠ মুসলমান, অর্থাৎ আল তাবারী বিশেষণ এটাই নির্দেশ করে যে হয়তোবা তাঁর পূর্বপুরুষ কিংবা তিনি সম্ভবত তাঁর কৈশোরে জরথ্রুস্ট মতবাদের অনুসারী ছিলেন।
মুহাম্মাদ বিন মুসা আল-খোয়ারিজমীর মতে তিনি একজন "মুসলিম" ছিলেন। আল-খাওয়ারিজমী উনার বিখ্যাত গ্রন্থ "আল-জাবরু ওয়াল মুকাবালাহ" এর ভুমিকাতে যা লিখেছেন, তা সুস্পষ্টভাবে প্রমান করে যে উনার নিজের নিকট উনি একজন ধর্মভীরু মুসলিম ছিলেন। এছাড়া তাবারি ছাড়া অন্য কোন আলেম আল খাওয়ারিজমীকে মুসরিক বলেন নি বা তার কোন কুফুরি চিন্তা ভাবনার কথা উল্লেখ করে নি।
চাইলে এটা পড়তে পারেন - [মুহাম্মাদ বিন মুসা আল-খাওয়ারিযমী কি একজন অগ্নি পূজারক ছিলেন?]
আর-রাযী কি নাস্তিক ছিলেন?
মুসলিম বিজ্ঞানি "আবু-বকর মুহাম্মাদ বিন জাকারিয়া আর-রাযী " সম্পর্কে দাবি করা হয় যে তিনি একজন "নাস্তিক" ছিলেন। এই দাবিটির মুল উৎস ও প্রমান হলো ২ টি। সেই দুইটি প্রমানের উপর ভিত্তি করে পরবর্তিতে কেও কেও দাবি করেছেন যে তিনি একজন নাস্তিক ছিলেন। কিন্তু এই দাবি করতে যেয়ে তারা যে দলিল প্রমান ব্যাবহার করে সেগুলা একটাও অথেন্টিক না।
আরো অভিযোগের খন্ডন - [মুহাম্মাদ বিন ইয়াহইয়া বিন যাকারিয়া আর-রাযী কি নাস্তিক ছিলেন?]
ওমর খৈয়াম কি বস্তুবাদী নাস্তিক বা অজ্ঞেয়বাদী ছিলেন?
সাধারনত ওমর খৈয়ামের কয়েকটা কবিতার উপর নির্ভর করে তাকে নাস্তিক ও অজ্ঞেয়বাদী বলা হয়ে থাকে। কিন্তু অপর দিকে তার বেশ কিছু কবিতায় দেখা যায় তিনি নবীর গুনাবলি ও মহান আল্লাহর মহত্ত্ব নিয়ে লিখেছেন। তিনি হজ করেছেন এরও প্রমান পাওয়া যায়। তার মৃত্যুর পর তার নামে অনেক নতুন নতুন কবিতা বানানো হয়েছিল যেগুলা আসলে তিনি লিখেন নি। তাই তার নিজের লিখা কবিতায় যে আসলেই যে তার নাস্তিকতার কোন প্রমান আছে তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যায় না।
চাইলে বিস্তারিত পড়তে পারেন - [উমর খৈয়াম কি নাস্তিক ছিলেন?]
আবুল-কাসিম আয-যাহরাওই কেমন ছিলেন?
তিনি মুসলিম চিকিৎসক বিজ্ঞানী ছিলেন। এছাড়া তিনি একজন ধর্মভীরু মুসলিম ছিলেন।
আব্বাস বিন ফিরনাস কি যাদুবিদ্যা চর্চা করতেন? তার আকিদায় সমস্যা ছিল?
মুসলিম বিজ্ঞানি "আব্বাস বিন ফিরনাস বিন ওইরদাস" এর আকিদাহয় সমস্যা ছিল বলে কোনো প্রমান নেই। এমন কোনো প্রমানের অস্তিত্ব নেই যা ইংগিত দেয় যে আব্বাস বিন ফিরনাস এর আকিদাহয় সমস্যা ছিল বা তিনি অমুসলিম ছিলেন।
প্রমান - [আব্বাস বিন ফিরনাস কি অমুসলিম ছিলেন? উনার আকিদাহতে কি সমস্যা ছিল? তিনি কি যাদুবিদ্যা চর্চা করতেন?]
খালিদ বিন ইয়াযিদ বিন মুয়াবিয়াহ
খালিদ বিন ইয়াযিদ বিন মুয়াবিয়াহ হলেন একজন মুসলিম তাবেঈ রসায়নবিদ। তার সম্পর্কে জনতে পড়তে পারেন এটা - [মুসলিম তাবেঈ রসায়নবিদ খালিদ বিন ইয়াযিদ বিন মুয়াবিয়াহ (রহ)]
Tags:
মুসলিমদের ইতিহাস